ডেস্ক : যদি আপনাকে বলা হয় বনে কোন পশু কিংবা জীবজন্তু থাকে না। বনের প্রতিটি জঙ্গলের চিপায় টাকা থাকে তবে কি আপনি অবাক হবেন? আপনি অবাক হলেও ঠিক এমনই ঘটছে দেশের অত্যান্ত পরিচিত একটি জায়গায়। নাম গাজীপুর ভাওয়াল উদ্যান।
দেশের উন্মুক্ত পতিতালয় গুলোতে পতিতাবৃত্তি অনেকটা লোক চক্ষুর আড়ালে সেরে নেয়ার জন্য গভীর রাতকে বেছে নেয়া হলেও গাজীপুরের এই বিনোদন কেন্দ্রের নামের আড়ালে গড়ে ওঠা উন্মুক্ত পতিতালয়ে শুধু রাত বললে ভুল হবে দেহ ব্যবসা চলে ভর দুপুরেও।
এবার এমনই একটি বাস্তব ঘটনাকে কেন্দ্র করে তৈরি করা হয়েছে এই ভিডিও নিউজ।
ভিডিও দেখতে ক্লিক করুন।