হ্যালোটুডে ডটকম : ফের শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হেনস্থার শিকার পড়ুয়া। দিল্লি, রাঁচির পর এবার সেই তালিকায় যোগ হল গুরগাঁওর নাম।
গুরগাঁওর একটি বেসরকারি ইংলিশ মিডিয়াম স্কুলের ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠল ওই স্কুলেরই প্রিন্সিপ্যালের বিরুদ্ধে। অভিযুক্ত প্রিন্সিপ্যাল রামগোপালকে গ্রেপ্তার করেছে পুলিশ।
জানা গেছে, অভিযুক্তের বয়স ৭২ বছর। একজন অবসরপ্রাপ্ত এয়ারফোর্স অফিসার। গতকাল ওই নাবালিকা স্কুলে যেতে না চাইলে ঘটনাটি সামনে আসে। মেয়ের কাছে সব শুনে পুলিশে অভিযোগ দায়ের করে নাবালিকার পরিবার।
ওই নাবালিকা জানিয়েছে, স্কুল চলাকালীন তাকে একদিন নিজের চেম্বারে ডাকে অভিযুক্ত রামগোপাল। তারপর সেখানেই তাকে ধর্ষণের চেষ্টা করে