হ্যালোটুডে ডটকম : মদ্যপ অবস্থায় ও উঠেছিল ট্যাক্সিতে। ট্যাক্সি থেকে নামতেই সেই মদ্যপ তরুণী শুরু করেন অভব্যতা। চালককে চড় মারা, গাড়িটি ভাঙচুর করে, গাড়ি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টাও করেন। হতচকিত হয়ে পুলিসকে ফোন করেন সেই চালক। পুলিস আসার আগেই অবশ্য সেই তরুণী ভাড়া না মিটিয়ে পালিয়ে যায়।
এমনই এক ভিডিও প্রকাশের পর ভাইরাল হয়ে যায়। ঘটনাটি ঘটে মার্কিন যুক্তরাষ্ট্রের মিয়ামিতে। সেই তরুণীর নাম অঞ্জলি রামকিসুন। সেই তরুণী মেডিক্যালের চতুর্থ বর্ষের ছাত্রী। অঞ্জলি কলেজ থেকে সাসপেন্ড করা হয়েছে।
১৯ জানুয়ারি আপলোড করার পর এই ভিডিওটি ২৪ লক্ষ বার দেখা হয়ে গিয়েছে। দেখুন এই ভাইরাল ভিডিওটি