আজ থেকে নেইল পলিশের রঙ মেলানো নিয়ে হয়রানি একদম বন্ধ, বরং চাইলেই তৈরি করে নিতে পারবেন নিজের পছন্দসই যে কোন রঙের নেইল পলিশ । নিজে ব্যবহার করতে পারবেন, চাইলে প্রিয় বোন বা বান্ধবীকে উপহারও দিতে পারবেন হাতে বানানো এই নেইল পলিশ । লাগবে মাত্র ২ টি উপাদান।
উপকরণ-
১/ ন্যাচারাল কালার বা রঙ হীন একটি নেইল পলিশ । ২/ পছন্দের রঙের আই শ্যাডো।
যেভাবে তৈরি করবেন-
# আই শ্যাডোটি ভালো করে গুঁড়ো করে নিন। আর পাউডার আই শ্যাডো হলে তো কোণ ঝামেলা নেই।
# কাগজ দিয়ে একটি কোন বানিয়ে নিন। আর সেই কোনের সাহায্যে আই শ্যাডো গুঁড়ো ভরে ফেলুন আপনার নেইল পলিশের বোতলে। তবে বেশি না, অল্প একটু। বেশি দিলে থক থকে হয়ে যাবে।
# ভালো করে ঝাঁকান যেন রঙটি খুব ভালো করে মিশে যায়। ভালো হয় যদি ব্যবহার করার আগে এক ঘণ্টা রঙকে মেশার সুযোগ দেন।
মাত্র কয়েক মিনিটেই তৈরি হয়ে গেল আপনার পছন্দের রঙের নেইল পলিশ ।