দেখতে দেখতে রোজা প্রায় শেষের পথে। আর রোজা শেষ মানেই ঈদ আর ঈদ মানেই চোখ ধাঁধানো সাজগোজ, ঘুরাঘুরি। ঈদে ভীষণ গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে মেহেদী। বিশেষ করে ব্রাইডাল মেহেদী।
অনেক টাকা খরচ করে পেশাদার শিল্পী দিয়ে ব্রাইডাল মেহেদী দেয়াই যায়। তবে এতটা অর্থ হয়তো অনেকেরই থাকে না। অনেকেই আবার নিজের আপনজনদের হাতে মেহেদী mehedi পরতে ভালোবাসেন। আসুন, সাজঘরে আজ শিখে নেয়া যাক খুব সহজ একটি ব্রাইডাল মেহেদী ডিজাইন । কয়েকবার প্র্যাকটিস করলে আপনি নিজেও করতে পারবেন এমন সুন্দর ডিজাইন nice Design । হাতের তালু এবং উপরের অংশে, উভয় দিকেই মানিয়ে যাবে এই চমৎকার ডিজাইন।
সহজে শেখার জন্য ভিডিওটি দেখে নিন।