নখ সাজাতে বা পলিশ করতে যারা ভালোবাসেন তারা সবসময়ই চান নিজের নখগুলোকে একটু অন্যরকম করে সাজাতে। আর তার জন্য প্রচুর সময়ও ব্যয় করে থাকেন। আজকে তবে শিখে নিন অল্প সময়ে কম ঝামেলায় করা যায় এমন একটি নেইল আর্ট।
যা যা লাগবেঃ
• যে কোন দুই ধরনের নেল পলিশ।
• ছিদ্রযুক্ত ব্যান্ড এইড
• কেঁচি
কিভাবে করবেনঃ
– প্রথমে ভালো করে হালকা গরম পানি আর শ্যাম্পু দিয়ে হাত ধুয়ে নিন।
– পরিষ্কার তোয়ালে দিয়ে হাত মুছে ফেলুন।
– নখে এক রঙের নেলপলিশ দিয়ে নিন।
– ভালো করে শুকানো পর্যন্ত অপেক্ষা করুন।
– শুকিয়ে গেলে ব্যান্ড এইডকে নখের শেপে কেচি দিয়ে কেটে নিন।
– কাটা ব্যান্ড এইডের অংশ নখে ভালো করে ম্যাসেজ করে লাগিয়ে ফেলুন।
– এবার অন্য রঙের নেলপলিশ ঐ ব্যান্ড এইডের উপর দিয়েই লাগিয়ে ফেলুন।
– শুকানো পর্যন্ত অপেক্ষা করুন।
– শুকিয়ে গেলে আলতো করে ব্যান্ড এইড তুলে ফেলুন।
– দেখুন কি দারুন ডট নেইল আর্ট হয়ে গেল।
দারুন একটি টিপসঃ
বাজার থেকে তো নেটের ব্যাগে নিশ্চয়ই জিনিসপত্র আনা হয়। সেই নেটের ব্যাগ কেও আপনি নেইল আর্টের কাজে লাগাতে পারেন। কিভাবে?
নখের উপর নেটের ব্যাগ চেপে দরুন। এবার তার উপর দিয়ে নেলপলিশ দিন। একটু অপেক্ষা করে নেটের ব্যাগ সরিয়ে ফেলুন। দেখুন, এলোমেলো ডোরাকাটা নেইল আর্ট হয়ে গেছে আপনার নখে!
বোনাস একটি টিপসঃ
অনেকে নখ বড় রাখতে চান কিন্তু নখ খানিক্টা বড় হলেই ভেঙে যায়। সপ্তাহে দুই দিন নখ গরম পানি এবং শ্যাম্পু দিয়ে পরিষ্কার করে নিন। এরপর লবন পানিতে ১০-১৫ মিনিট নখ ভিজিয়ে রাখুন। আশা করা যায় নখ আর ভাঙবে না।
তথ্যসুত্রঃ প্রিয় লাইফ