সবার কাছেই সুন্দর ঠোঁটের আকর্ষণ অনেক বেশি। প্রত্যেকেই নিজের ঠোঁটকে আরও আকর্ষণীয় এবং পোষাকের সাথে মানানসই করতে ব্যবহার করেন নানা প্রসাধনী।
কিন্তু বর্তমান প্রতিকূল পরিবেশ এবং বিভিন্ন প্রসাধনীর রাসায়নিক প্রভাবে এই শুভ্র গোলাপী ঠোঁট তার সৌন্দর্য হারিয়ে কালচে হয়ে যায়। আসুন প্রকৃতিক উপায়ে এবং কিছু নিয়ম মেনে চলে ঠোঁটকে করে তুলি সুন্দর এবং আকর্ষণীয়।
প্রথমেই লিপস্টিক এর ব্যবহার একটু কমাতে হবে। ব্যবহার করলেও হালকা রং এর টাই ভালো, কারণ গাঢ় রঙে লিপস্টিক এ ঠোঁট বেশি কালো হয়ে যায়।
ঠোঁটে লিপস্টিক এর বদলে লিপ আইস (Lip ice) ব্যবহার করতে পারেন।
ঠোঁটকে সতেজ রাখতে সবসময় গ্লিসারিন ব্যবহার করুন।
সাবান থেকে ঠোঁটকে lips দূরে রাখুন। ফেসওয়াস কিংবা ক্ষার বিহিন সাবান লাগানো যেতে পারে।
মুখের ভেতর পরিস্কার রাখুন, প্রয়োজনে মাউথওয়াশ ব্যবহার করুন।
প্রতিদিন দুধ এর সাথে একটু লেবুর রস মিশিয়ে ঠোঁটে লাগান, দেখবেন আস্তে আস্তে ঠোঁটের কালোভাব দূর হয়ে যাবে।