সবসময়েই আমাদের চেষ্টা থাকে এমন কিছু চুলের সাজ উপস্থাপন করার, যেটা আপনি কোন পার্লারে করতে পারবেন না। সেই সূত্র ধরে আজও রইলো ঠিক তেমন একটি হেয়ার স্টাইল। বন্ধুদের সাথে ঘুরতে যাওয়া হোক বা গায়ে হলুদের আসর, ওয়েস্টার্ন পোশাক হোক বা দেশি- সবকিছুর সাথেই মানিয়ে যাবে এই চুলের সাজ। কোঁকড়া হোক বা সোজা, যে কোন চুলেই করতে পারবেন।
যা লাগবে –
১/ সামান্য হেয়ার স্প্রে, ২/ রাবার ব্যান্ড।
যেভাবে করবেন –
– প্রথমেই সিঁথি করে নিন। সাইডে বা মাঝে, যেখানে ভালো লাগে করতে পারেন।
– এবার দুপাশ থেকে ভিডিওতে দেখানো পদ্ধতিতে দুটি ফ্রেঞ্চ বেণী করে নিন। বেশ টাইট করে বেণী করবেন। একটু হেয়ার স্প্রে ছিটিয়ে দিন জায়গায় ধরে রাখতে।
– এবার দুটি বাণী একত্রে ধরে বাকি চুলগুলো নিয়ে ফিশটেইল বেণী করে নিন।
– হাত দিয়ে বাণী আলগা করে নিন। সামান্য স্প্রে ছিটিয়ে দিন।
– ব্যাস, তৈরি আপনার হেয়ার Hair স্টাইল। এবার এতে পুঁতি, ফুল, বো যে কোন কিছু ব্যবহার করতে পারেন।
ভালোভাবে বুঝার জন্য ভিডিওটি দেখে নিন।