হ্যাকারের কবলে মডেল প্রিয়তি
বাংলাদেশি বংশোদ্ভূত আন্তর্জাতিক মডেল মাকসুদা আক্তার প্রিয়তির স্কাইপি আইডি হ্যাকড হয়েছে। প্রিয়তির কাছে ৩০ হাজার ডলার দাবি করে হ্যাকারদের পক্ষ থেকে টেক্সট পাঠানো হয়েছে। এ নিয়ে চিন্তিত রয়েছেন মিস আর্থ-খ্যাত এ আইরিশ মডেল। এ প্রসঙ্গে প্রিয়তি বলেন, ”আমার স্কাইপি আইডি হ্যাক করে আমার কাছে ৩০ হাজার ডলার দাবি করা হয়েছে। আমার ভিডিও লিক করার হুমকি…
Details